
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)এর বাণী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ গবেষণা ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে আজ পর্য্ন্ত জ্ঞানের আলো বিতরণের মৌলিক দায়িত্ব পালন করে আসছে। আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের জ্ঞানের উন্মেষ ঘটিয়ে, মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার প্রয়াসে প্রতিনিয়ত কাজ করে চলেছে। প্রতিটি শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করে।বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে যুগোপযুগি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় প্রণীত প্রযুক্তিনিভর কারিকুলামের আলোকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তোলার কাজ করে চলেছি। প্রতিষ্ঠানের ডিজিটাল কম্পিউটার ল্যাব চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসসহ প্রযুক্তিগত জ্ঞানের পরিধি বৃদ্ধি করার সুযোগ লাভ করছে। আমাদের এই প্রচেষ্টার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, আই.ই.আর এর সম্মানিত পরিচালক (ভারপ্রাপ্ত) মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য বাস্তবায়নে যাঁরা পাশে রয়েছেন তাঁদের অভিনন্দনসহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজের সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত হবে এ বিষয়ে আমি আশাবাদী। সকলকে আন্তরিক ধন্যবাদ।
মোঃ জামিল উদ্দীন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢা.বি.